Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ

আলুর হাম পুলিং।

আলুর হাম পুলিং -- মাটির উপরের গাছের সম্পূর্ন অংশকে উপড়ে ফেলাকে হাম পুলিং বলে। আলু সংগ্রহের ৭-১০ দিন পূর্বে হাম পুলিং করতে হবে। এতে সম্পূর্ণ শিকড়সহ গাছ উপরে উঠে আসবে কিন্তু আলু মাটির নিচে থেকে যাবে। হাম পুলিং এর ফলে আলুর ত্বক শক্ত হয়, রোগাক্রান্ত গাছ থেকে রোগ বিস্তার কম হয় ও আলুর সংরক্ষণগুণ বৃদ্ধি পায়। বীজ আলুতে অবশ্যই হাম পুলিং করতে হবে, তবে খাবার আলুর বেলায় হাম পুলিং জরুরি নয়। 

আরো দেখুন