Loading..

উদ্ভাবনের গল্প

০৩ ডিসেম্বর, ২০২৩ ০৮:০৪ অপরাহ্ণ

স্বাগতম উদ্ভাবনী গল্পে " শ্রুতি লিখি, বাক্য শিখি।"

শ্রুতি লিখন: মানে নির্দিষ্ট সময়ের মধ্যে শুনে শুনে সঠিক শব্দ ও বাক্য লিখতে পারার পারদর্শিতা। 

আমরা যেকোন বিষয়ে, যেকোন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কাজটি করতে পারি।আমি এক্ষেত্রে ১ম শ্রেনির শিশুদের বাংলা বিষয় নিয়ে কাজটি করেছি। 

উদ্দেশ্য: বাংলা ভাষা দক্ষতা শোনা,লেখা ও পড়ার দক্ষতা অর্জন।

কীভাবে কাজটি করেছি:

প্রতিদিন ১ম শ্রেণির শ্রেনিপাঠের শেষে মুল্যায়নকালীন অথবা সহপাঠ্যক্রমিক ক্লাসে সপ্তাহে ২/৩ দিন শিশুদের শ্রুতি লিখন কাজটি করেছি।

আমি ৩টি দিন সপ্তাহে শ্রুতি লিখন ক্লাসে নির্দিষ্ট কোন শব্দ ৩ বার উচ্চারণ করে বললে শিশুরা তা লিখে নিলে পরের শব্দটি বলতাম।ওরা তা শুনে সঠিক লিখার চেষ্টা করত।এভাবে ২ টি শব্দ, ৩টি শব্দ, পরে ধীরে ধীরে বাক্য লিখানো অনুশীলন করতাম।১ম শ্রেণির উপযোগী শব্দ, বাক্য পাঠ্যবই থেকে বললেও ৩য় থেকে ৫ম এর জন্য পাঠ্য বইয়ের বাইরের বাক্য বলা যাবে। কারণ বাক্য লিখতে ওরা তখন শিখে যায়।

লিখিত শব্দ বা বাক্য আমার বলা অনুযায়ী কতটা সঠিক ও সম্পুর্ন লিখেছে তার মুল্যায়ন শেষে বিজয়ী ঘোষণা করতে হবে। এতে ওরা উৎসাহ পাবে।এভাবে প্রাপ্ত নম্বর সংরক্ষণ করে মাস শেষে " সেরা শ্রুতিলেখক " নির্বাচন করে পুরস্কৃত করা হবে।

উপকার: শ্রুতি লিখনে শিশুদের ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে ভাষাজ্ঞান পক্ত হয়।লেখার গতি বৃদ্ধি হবে। শিশুর ক্লাসে মনোযোগ ্আকর্ষণ বৃদ্ধি হবে। শিখন স্থায়ী হবে।শিখনফল অর্জনে সহায়ক হবে।

শিশুরা বিকশিত হোক, সাথে থাকার জন্য ধন্যবাদ। 

আরো দেখুন