Loading..

উদ্ভাবনের গল্প

০৬ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৬ অপরাহ্ণ

"Lost and found box" উদ্ভাবনী গল্প -০৯

১.শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রতিটি দেশের জন্য শিক্ষা প্রয়োজন; তবে শিক্ষার পাশাপাশি নৈতিকতার চর্চা অধিকতর প্রয়োজন। সাধারণত নৈতিকতা বলতে বোঝায়, কোনো কিছু ভালো-মন্দ, উচিত-অনুচিতের মানদণ্ডে মূল্যায়ন করা। একটা দেশের, একটা সমাজের শান্তির জন্য, কল্যাণের জন্য, নীতি-নৈতিকতা অত্যন্ত প্রয়োজন। কিন্তু বর্তমানে আমাদের সমাজে নীতি-নৈতিকতার চর্চা প্রায় নেই বললেই চলে। অনৈতিক আচরণ মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। এখন মানুষের অনৈতিক কাজ করতে তেমন খারাপ লাগে না; অনৈতিক কাজ করা যেন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।তাই বিদ্যালয়ে নৈতিকতা চর্চা একান্ত প্রয়োজন।

২. শিক্ষিত হওয়ার চেয়ে মানুষের নৈতিক গুণসম্পন্ন হওয়া অধিক জরুরি। এমন শিক্ষিত হয়ে কী হবে-যদি বৃহত্তরের কল্যাণ ও মঙ্গলচিন্তাকে প্রাধান্য না দিয়ে নিজ স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়? তাই প্রত্যেক মানুষের শিক্ষার পাশাপাশি নৈতিকতার চর্চা করা উচিত এবং ব্যক্তিজীবনে ও কর্মজীবনে তা প্রয়োগ করা। যদি আমার দ্বারা আমার পরিবার, বন্ধু, প্রতিবেশী, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত না হয়, তবেই তা যথার্থ শিক্ষা বলে বিবেচিত হবে।তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা চর্চা প্রয়োজন।

এই নৈতিকতা চর্চায় আমার বিদ্যালয়ে Lost and found box অগ্রনী ভূমিকা পালন করছে।আমি চাই এই উদ্ভাবনী গল্পটি ছড়িয়ে যাক বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ে।নৈতিকতা চর্চা হোক প্রতিটি শিশুর মনে।

আরো দেখুন