Loading..

উদ্ভাবনের গল্প

০৭ ডিসেম্বর, ২০২৩ ০৫:০০ পূর্বাহ্ণ

গল্পের ট্রেন

উদ্ভাবনী ধারণাঃ গল্পের ট্রেন

উদ্ভাবনের গল্পে স্বাগত জানাচ্ছি আমি, হারুন - অর - রশিদ, সহকারী শিক্ষক, বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীনগর,মুন্সীগঞ্জ।

প্রাথমিক ধারনাঃ বিদ্যালয়ের  সুবিধাজনক জায়গায় একটি ট্রেন আংকন করতে হবে। তাতে কয়েকটি বগি থাকবে। প্রতিটি বগিতে কিছু নৈতিক শিক্ষামূলক গল্প থাকবে। প্রতিটি গল্পের শেষে একটি নীতিকথা থাকবে। শিক্ষার্থীরা গল্প পড়বে এবং তা থেকে নৈতিক শিক্ষা অর্জন করবে।

উদ্দেশ্য:  পঠন  দক্ষতা উন্নয়ন  ও  নৈতিক মূল্যবোধের বিকাশ।

কীভাবে কাজটি করেছি: করোনা পরবর্তী  সময়ে শিক্ষার্থীদের মধ্যে পড়ার দক্ষতার বৃদ্ধিতে পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠকে   আনন্দদায়ক করতে গল্পের ট্রেনের ধারনাটির বাস্তব রুপ দেই। প্রথমে বিদ্যালয়ের  সুবিধাজনক জায়গায় একটি ট্রেন আংকন করি। ট্রেনেরটিকে আকর্শনীয় করতে প্রতিটি বগিতে ভিন্ন ভিন্ন  রং  ব্যাবহার করি। প্রতিটি বগিতে নৈতিক শিক্ষামূলক গল্প কাগজ কেটে লাগিয়ে দেই। প্রতিটি গল্পের শেষে একটি নীতিকথা যুক্ত করি। শিক্ষার্থীরা খুব আগ্রহ সহকারে গল্পগুলো  পড়ে । প্রতি ১/২ মাস অন্তর অন্তর  বগির গল্প  পরিবর্তন  করে দেই। সেই সাথে সেরা পাঠক নির্বাচিত করা হয়।  শিক্ষার্থীরা নতুন নতুন গল্প  পেয়ে আনন্দ সহকারে নিয়মিত পড়তে থকে। তাদের জন্য নিরাপদ শিখন পরিবেশ তৈরি ও সাবলীল পাঠের উন্নয়নে ধারণাটির কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।

পঠন দক্ষতা উন্নয়ন  ও  নৈতিক মূল্যবোধের বিকাশে গল্পের ট্রেন কিছুটা হলেও ভূমিকা পালন কুরবে বলে আশা করি। 

আরো দেখুন