Loading..

উদ্ভাবনের গল্প

০৭ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩১ পূর্বাহ্ণ

Art Gallery

উদ্ভাবনী ধারণাঃ Art Gallery    

উদ্ভাবনের গল্পে স্বাগত জানাচ্ছি আমি, হারুন অর রশিদ, সহকারী শিক্ষক, বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীনগর,মুন্সীগঞ্জ।

আমার আজকের উদ্ভাবন হচ্ছে Art Gallery।  বিদ্যালয়ের  সুবিধাজনক জায়গা বাছাই করে  Art Gallery  শিরোনামে একটি ফ্রেম তৈরি করি । বিভিন্ন জাতীয় দিবসগুলোতে শিক্ষার্থীদের মাধ্যমে অংকন করা চিত্রকর্ম বাছাই করে নেই। সবচেয়ে সুন্দর চিত্রকর্ম নির্বাচন করে সেগুলোকে Art Gallery তে   স্থাপন করি।এটি করতে রঙ্গিন কাগজ ব্যবহার করা হয়। প্রতিটি চিত্রকর্ম এর নিচে শিক্ষার্থীদের নাম শ্রেণি ট্যাগ করে দেই। তাদের  চিত্রকর্ম Art Gallery তে   দেখতে পেয়ে একদিকে যেমনি আনন্দিত হয় , অন্যদিকে অন্যান্ন শিক্ষার্থীরাও শিল্পকলা বিষয়ে আগ্রহী হয়।  প্রতি বছর Art Gallery এর চিত্রকর্ম পরিবর্তন করা হয়। বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনেও এটি বিশেষ সহায়ক।

শিক্ষার্থীদের সৃজনশীলতা শৈল্পিক মূল্যবোধ বিকাশে Art Gallery  গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করবে বলে আশা করি। 

আরো দেখুন