Loading..

উদ্ভাবনের গল্প

০৮ ডিসেম্বর, ২০২৩ ০২:৫৯ অপরাহ্ণ

মাদ্রাসা এবং EIIN বিহীন প্রতিষ্ঠানে নৈপুণ্য অ্যাপস সমস্যার সমাধানে আমি সুফল।

মাদ্রাসা নৈপুণ্য অ্যাপস এবং EIIN বিহীন প্রতিষ্ঠানের  সমস্যার সমাধান

                          

                                             ** সতর্কতা **

প্লে স্টোরে " নৈপুণ্য ' নামে এনসিটিবি এর মত হুবহু এপস আছে। যা দিয়ে আসলে নতুন কারিকুলামে মূল্যায়নের কাজ করা যাবে না। তাই, শুধু এনসিটিবি এর 'নৈপূণ্য' এপস ডাউনলোড করে ইন্সটল করবেন। এনসিটিবি থেকে প্রকাশিত সর্বশেষ আপডেট নৈপুণ্য লিংক :: (মোবাইল ভার্সন) https://accounts.noipunno.gov.bd/app/noipunno.apk

(ওয়েব ভার্সন) https://evaluation.noipunno.gov.bd

শিক্ষক হিসাবে নৈপূণ্য এপ এর SMS না পেয়ে থাকলে এবং PI & BI দেয়ার ক্ষেত্রে করনীয়ঃ

**প্রথমে প্রধান শিক্ষক মহোদয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের আইডি পিন ব্যবহার করে লগ-ইন করে দেখে নিন আপনার মোবাইল নাম্বার সঠিক ভাবে আছে কি না?

মোবাইল নং ইংরেজি সংখ্যায় (01...) লিখতে হবে। বাংলায়(০১...)লেখা, কোন স্পেস বা হাইপেন থাকলে SMS আসবে না। প্রয়োজনে মোবাইল নাম্বার আপডেট করে নিন । অথবা যে নাম্বারে SMS পেতে চান সেই নাম্বার প্রোফাইলে যুক্ত করেন। এই কাজ প্রতিষ্ঠান প্রধানের প্যানেল থেকে করতে হবে।

** শিক্ষকের আইডি হিসাবে আপনার ইনডেক্স/ প্রতিষ্ঠানের শিক্ষকের রেজিঃ করার সময় যে আইডি ও পিন পেয়েছেন সে নাম্বার ব্যবহার করুন। পিন ভুলে গেছেন এ ক্লিক করুন। আপনার প্রদত্ত নাম্বারে OTP যাবে। OTP হিসাবে যে ছয় ডিজিট যাবে সেই ডিজিট পিন হিসাবে ব্যবহার করে এপ এ প্রবেশ করতে পারবেন।

** প্রয়োজনীয় তথ্যগুলো(আইডি-পিন) একাধিক জায়গায় লিখে সংরক্ষণ করুন।

** এখন শিক্ষার্থীদের PI & BI দেয়া যাচ্ছে। সুতরাং দ্রুত তথ্য ইনপুট দিতে পারেন।

** সকল শিক্ষার্থীকে PI & BI দেয়ার পর জমা দিবেন, জমা দেয়ার আগে অনুপস্থিত থাকলে ABSENT লিখে তারপর জমা দিতে হবে।

** কাজের সুবিধার জন্য একটি পি-আই এ প্রাপ্ত ইন্ডিকেটর সকল শিক্ষাথীকে দিয়ে পরে অন্যটাতে গেলে ভাল হবে। কত জনের মধ্য কতজনকে মূল্যায়ন করা হয়েছে তা দেখা যাবে। যেমন 25/65, PI এর ক্ষেত্রে 1/2 ইত্যাদি।

** নৈপূণ্য এপটি সর্বশেষ ভার্সন ডাউনলোড করে ইনস্টল করতে হবে। নিচে লিংক দেয় আছে।

** ইন্টারনেট যখন ভাল থাকবে তখন এবং যখন এপ স্মুথলী কাজ করে তখনই সকল কাজ করে নেয়ার চেষ্টা করবেন।

**সফলভাবে তথ্য জমা হলে তা হারাবে না। নতুন কলে এপ ইনস্টল করলেও পূর্বের তথ্য দেখতে পাবেন।

 

EIIN বিহীন শিক্ষা প্রতিষ্ঠান যারা এখনো মেসেজ পাননি তাদের করণীয়ঃ

তথ্যপ্রযুক্তিভিত্তিক মূল্যায়ন বিষয়ক অ্যাপ ‘নৈপুণ্য’ ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd ব্রাউজ করুন। যে সকল প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর নেই, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে লগইন পেজের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। ক্লিকের পর রেজিস্ট্রেশন ফর্মটি দেখতে পাবেন। যথাযথ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করলে তা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ই মেইলে পৌঁছে যাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তখন আবেদনটি অনুমোদন করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদনের পর প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে একটি সিস্টেম জেনারেটেড নাম্বার (sgn...), একটি ইউজার আইডি ও পিন নম্বর যাবে। প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে প্রাপ্ত সিস্টেম জেনারেটেড নাম্বার (sgn...), ইউজার আইডি ও পিন ব্যবহার করে প্রথমে লগইন করুন। প্রথমবার লগইন করার সময় পূর্বের পিন নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের পিন নম্বর সেট করে নিন। (বিশেষ দ্রষ্টব্য: লগইন করতে কোনো সমস্যা হলে 01713789920 হেল্পলাইনে ফোন করুন)।

https://accounts.noipunno.gov.bd/app/noipunno.apk

মো আবুল কাশেম

[email protected]

 

আরো দেখুন