Loading..

প্রকাশনা

১০ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ

বটবৃক্ষ

আমার একটা নদী চাই,

না সে তো বহমান।

আমার চাই শান্ত দিঘি,

কারনে অকারনে যখন আমি অশান্ত হবো

উথাল পাথাল ঝড় উঠবে বুকের মাঝে,

দিঘি শেখাবে শান্ত কীভাবে থাকতে হয়।

আমার একটা পাহাড় চাই,

শত আঘাতে যে নিশ্চুপ,অভিযোগহীন।

প্রিয় জনের অনাকাঙ্ক্ষিত আঘাতে ক্ষত বিক্ষত হবো,

পাহাড় শেখাবে কীভাবে অভিযোগহীন হয়ে থাকা যায়।

আমার একটা আকাশ চাই,

যার বিশাল বুকে অনায়াসে ঠাঁই সকলের।

বিশ্বাস ভঙ্গ আর প্রতারনার খেলায়

সংকীর্ণ হয়ে আমি গোটাবো  নিজেতে,

আকাশ আমায় শেখাবে বিশালতা,

বুকের মাঝে সব চেপে রেখেও স্বাধীন ভাবে থাকা।

আমার একটি বৃক্ষ চাই,

না অন্য কোন নয়, আমা বটবৃক্ষ চাই।

যুগযুগ ধরে নীরবে অত্যাচার সয়ে

কালের সাক্ষী হয়ে ছায়া দিয়ে যায়।

যন্ত্রনার ভারে যখন আমি হবো মৃয়মান,

আমাকে শেখাবে সে

মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে বাঁচাতে।

এমন  আমার একটা মানুষ চাই,

যার সুবিশাল আকাশের নিচে পাহারের পাদদেশে

শান্ত দিঘির পাড়ের বটবৃক্ষর মতো আঁকড়ে ধরে বাঁচা যায়।

আমি অপেক্ষায় আছি

জন্ম থেকে জন্মান্তরে সেই বটবৃক্ষের।

আরো দেখুন