Loading..

উদ্ভাবনের গল্প

১২ ডিসেম্বর, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ

A teacher thinks out of the box!( নির্ধারিত কাজের বাইরে)

প্রশংসা ও প্রাপ্তি সবার জন্য অনবদ্য স্বীকৃতি ও উপহার। যা সংগ্রহের ঝুলিতে রাখতে সকলেই পছন্দ করেন। শিক্ষকগণ প্রায়ই বলে থাকেন কাজ করে কী লাভ? সেই চেতনা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। এই লাভ কথাটির ছোট বীজ বুননে ও পেশাগত কাজে সহকর্মীদের কিছুটা প্রনোদনা দিতে আমার এই ঊদ্ভাবনী ধারনার কাজটি বেছে নিয়েছি। সুনির্দিষ্ট কাজের বাইরে কী কাজ করছেন, তার উপর ভিত্তি করে তাদের সেরা মাসের পার্ফফর্মার নির্বাচিত করি। যার স্বীকৃতিস্বরূপ একটি সার্টিফিকেট প্রদান করি ও প্রাইজবন্ড দেই। 

এর ফলে তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠছে ও নিজেকে সম্মানিত বোধ করছে। এমন কি সোসাল মিডিয়ায় নিজেদের টাইম্ লাইনের আর্কাইবে রেখে দিচ্ছেন। সারা দেশের শিক্ষকদের কমেন্ট পেয়ে আনন্দ উপভোগ করছেন। বিদ্যালয়ের শিক্ষার্থিরাও উপকৃত হচ্ছে। যেমনঃ একজন শিক্ষক উনার নিজের বেতন থেকে ছাত্রদের খাতা ,বই দিয়ে থাকেন, আরেকজন ক্লাসে ১০০ ভাগ উপস্থিত করান। তাই আমি মনে করি এই কাজটি শুধু আমার বিদ্যালয় নয় সকল বিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে।


আরো দেখুন