Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

শিশু জরিপ -২০২৩ খ্রি.

শিশু জরিপ -২০২৩ খ্রি.

ক্যাচমেন্ট এলাকায় শিশুদের ভর্তি করতে অবশ্যই শিশু জরিপ প্রয়োজন। শিশু জরিপ শূন্য প্লাস থেকে 15 প্লাস পর্যন্ত করা হয়। শিশু জরিপে বলে শিশুর ভর্তি নিশ্চিত হয় ঝরে পড়া রোধ হয়। শিশু জরিপে বলে শিশুদের মনে আন্তরিকতা বৃদ্ধি পায়। উপস্থিতি নিশ্চিত করতে তারা সহায়ক হিসেবে কাজ করে। সুসম্পর্ক তৈরি হয় শিশু  জরিপের ফলে  অভিভাবকের সঙ্গে। শিশু জরিপ এর মাধ্যমে কোন ছাত্রও অভর্তি থাকবে না সবাই বিদ্যালয়ে ভর্তি হবে এবং তাদের অবস্থান চিহ্নিত হবে। 

শিশুদের জরিপের  ফলে কোন ছাত্র যদি বিদ্যালয়ের নিয়মিত তিন দিন অনুপস্থিত থাকে তখন আমরা থাকে ক্যাচমেন্ট ম্যাপে চিহ্নিত করে,  হোমভিজিট এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে উৎসাহিত করা হয়। 

আরো দেখুন