সহকারী শিক্ষক
২০ ডিসেম্বর, ২০২৩ ০৬:৪০ পূর্বাহ্ণ
ম্পহাবিশ্ব- দিন ও রাত কীভাবে হয়
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ পঞ্চম
বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়ঃ অষ্টম অধ্যায়
নিজ অক্ষের চারদিকে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টা অর্থাৎ এক দিন। এটিকে সৌর দিন বলে। আহ্নিক গতির কারণেই পৃথিবীর বেশির ভাগ জায়গায় পর্যায়ক্রমে দিন ও রাত হয়। এ গতির ফলে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে থাকে সে অংশ আলোকিত বা দিন হয় এবং অন্যান্য অংশ অন্ধকার থাকে বা রাত হয়।