Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২০ ডিসেম্বর, ২০২৩ ০৩:৪৫ অপরাহ্ণ

ইতিহাসের গল্প জানা

🇧🇩নিজেকে জানা🇧🇩 


ইতিহাসকে জানার মাধ্যমে নিজেকে জানো। আমরা বাংলাদেশী। বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষায় কথা বলে মনের সকল আকুতি জানাতে পারি। অন্তরের বেদনা, ভালোবাসা সবই প্রকাশ পায় এ ভাষার মাধ্যমে। ভাষা আন্দোলনই হচ্ছে স্বাধীনতা অর্জনের মূল  চাবিকাঠি ইতিহাসবিদরা তাই মনে করেন। দীর্ঘ নয় মাস স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জিত হয় ১৬ই ডিসেম্বর-আমাদের পতাকা, আমাদের বিজয়। এ স্বাধীনতা সংগ্রামে যে সকল সূর্য সন্তানরা অংশ নিয়েছেন তাদের সংগ্রামের দিনগুলোর বর্ণনা নিজের মুখে শিক্ষার্থীদের শোনানোর জন্য স্বাধীনতার গল্প বলার অনুষ্ঠানের আয়োজন করে থাকে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরগুলো। 

  আজ ২০শে ডিসেম্বর, এরকমই একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা তথ্য অফিস, সুনামগঞ্জ।

প্রধান অতিথি : জনাব মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), সুনামগঞ্জ।   

আলোচক :বাংলার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী নুরুল মোমেন, সাবেক জেলা কমান্ডার। বক্তব্য রাখেন-জনাব সুভাষ চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ এবং  জনাব রাসেল হায়দার, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ। 

সভাপতিত্ব করেন : জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ। 

ভেন্যু : সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়,সুনামগঞ্জ। 

ভেন্যু ব্যবস্থাপনায় সার্বিক নির্দেশনা প্রদান করেন : জনাব হাফিজ মো: মাশহুদ চৌধুরী, প্রধান শিক্ষক,সরকারি সতীশ  বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।

আরো দেখুন