Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ ডিসেম্বর, ২০২৩ ০৯:৩০ অপরাহ্ণ

রামায়ণ।

রামায়ণ ------ রামায়ণ আদি কবি বাল্মিকী মুনি রচিত। রামায়ণকে বলা হয় আদিকাব্য। রামায়ণ অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ। মুল রামায়ন সংস্কৃত ভাষায় রচিত। কৃত্তিবাস বাংলায় অনুবাদ করেন। এ ধর্মগ্রন্থে আছে আদর্শ রাজার কথা। আছে ধর্মের জয় ও অধর্মের কথা। আছে দুষ্টের দমন ও শিষ্টের পালনের কথা। এখানে আছে মূল্যবোধ ও নৈতিকতা গঠনের শিক্ষামূলক নানা কাহিনী ও উপাখ্যান। এ সকল আখ্যন ও উপাখ্যান আমাদের ধর্মাচরণে উদ্বুদ্ধ করে, মূল্যবোধ সৃষ্টিতে প্রেরণা যোগায় আর নৈতিকতা গঠনে শিক্ষা দেয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি