Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৭ পূর্বাহ্ণ

গায়ে হলুদ ( গাত্র হরিদ্রা ) ।

গায়ে হলুদ (গাত্র হরিদ্রা ) -- গায়ে হলুদ হিন্দু বিবাহের একটি উল্লেখযোগ্য পর্ব। এ অনুষ্ঠানের মধ্য দিয়েই বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়। বর - কনের স্ব স্ব বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর বা কনেকে একটি আসনের উপর বসানো হয়। বড়রা ধান, দূর্বা প্রভৃতি দিয়ে আশীর্বাদ করে আর ছোটরা নমস্কার করে গালে, কপালে, হাতে হলুদ মাখিয়ে দেয়। সাথে সাথে মিষ্টি মুখও করানো হয়। এটি মূলত দেহশুদ্ধিকরণ অনুষ্ঠান। কাঁচা হলুদের সাথে মেথি,সুন্ধা,সরিষা, চন্দন প্রভৃতি থাকে। এগুলো সবই সৌভাগ্যের প্রতীক। সুদৃঢ় বিবাহিত জীবন , নবদম্পতির সুখ-শান্তি কামনা করাই এ অনুষ্ঠানের অন্তর্নিহিত উদ্দেশ্য।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি