Loading..

মুজিব শতবর্ষ

২৫ ডিসেম্বর, ২০২৩ ০৭:০৬ অপরাহ্ণ

কারিকুলাম ২০২২ এবং মূল্যায়ন

🇧🇩কারিকুলাম-২০২২ এবং মূল্যায়ন🇧🇩

  মূল্যায়নের স্বরূপ ও উদ্দেশ্যের ভিত্তিতে মূল্যায়ন তিন  রকমের হতে পারে। 

১।শিখনের মূল্যায়ন (Assessment of Learning )

২।শিখনের জন্য মূল্যায়ন (Assessment for Learning )

৩।মূল্যায়নের মাধ্যমে শিখুন (Assessment as a Learning )

প্রথম ধরনের মূল্যায়নে শুধুমাত্র শিখনের পরিমাপ করা হয়, দ্বিতীয় ধরনের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর শিখন অগ্রগতি বুঝে সে অনুযায়ী বর্ণনামূলক ফিডব্যাক দেওয়া হয়। আর তৃতীয় ধরনের মূল্যায়ন এমন হয় যে, সেই মূল্যায়ন প্রক্রিয়া শুধু শিখন অগ্রগতি পরিমাপ ও ফিডব্যাক প্রদানই করেনা, বরং শিক্ষার্থীর জন্য শিখন অভিজ্ঞতা হিসেবে কাজ করে। কারিকুলাম ২০২২ এ মূল্যায়নের ক্ষেত্রে শিখনের জন্য মূল্যায়ন(Assessment for Learning ) এবং মূল্যায়নের মাধ্যমে শিখন(Assessment is Learning )কে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে।

আরো দেখুন