Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৮ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩১ অপরাহ্ণ

সুতা কাটা।

সুতা কাটা --- সুতা কাটা হয় স্পিনিং মিলে । সাধারণত একটি মিলে বা কারখানায় এক ধরনের তন্তু থেকে সুতা কাটা হয়। কারণ সুতা কাটার যে বিভিন্ন ধাপ রয়েছে , তা একেক ধরনের তন্তুর জন্য একেক রকম। এজন্য ভিন্ন ভিন্ন তন্তু থেকে তৈরি সুতার কারখানাও আলাদা। তবে তন্তুভেদে সুতা কাটার পদ্ধতিতে ভিন্নতা থাকলেও কিছু কিছু মিলও রয়েছে। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি