Loading..

উদ্ভাবনের গল্প

২৯ ডিসেম্বর, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ

পেশাঃ একজন কৃষক ও তার কৃষি

এখন শীতকাল। চারদিকে খেজুরের রসের হাঁড়ির মেলা। রাস্তায় রাস্তায় খেজুরের রসের সোঁতা গন্ধ। সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে ধান কাঁধে নিয়ে চলছে কৃষক। বাড়িতে কৃষানী নতুন ধানের ভাপা, তেলের পিঠা, পাটিসাপটা পিঠাসহ নানান পিঠা বানিয়ে রাখে। ভোরের শিশিরে ঘর্মাক্ত দেহে কৃষক মাটিতেই বসে পড়েন পিঠা নিয়ে। আহা কী মধুর দৃশ্য। এভাবেই কেটে যায় একজন কৃষকের দৈনন্দিন জীবন।

আমরা সকল পেশাজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করি।

আরো দেখুন