Loading..

উদ্ভাবনের গল্প

০২ জানুয়ারি, ২০২৪ ০৮:১৪ অপরাহ্ণ

উদ্ভাবনী গল্প: মূল্যবোধ শিক্ষা ( উপদেশমূলক ছড়া গানের মাধ্যমে)

উদ্ভাবনী গল্প: মূল্যবোধ শিক্ষা ( উপদেশমূলক ছড়া গানের মাধ্যমে)

গানের শিরোনাম: ছুটি হলো চলো চলো।

 ছুটি হলো চলো চলো

চলো এবার বাড়ি যাই

পথে না খেলিব, ঝগড়া না করিবো।।

আস্তে আস্তে বাড়ি গিয়ে, পুঁথি কাপড় রাখবো বায়।।

হাত পা ধুয়ে, এবার কিছু খেয়ে

রোদ পরিলে খেলতো যাবো আনন্দের ও সীমা নাই।।

উদ্দেশ্য: শিখন শেখানো কার্যক্রম আনন্দময় ও শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের মাধ্যমে শিখন পরিবেশ তৈরি

উপকারিতা:

👉মূল্যবোধ শিখে 

👉 শৃঙ্খলাবোধ শিখে

👉 নৈতিকতাবোধ শিখে

👉 নিজের কাজ নিজে করার ধারণা লাভ করে

👉 সর্বোপরি সহযোগিতা ও সহমর্মিতার শিক্ষা লাভ করে।

এছাড়াও ছড়া গানটি হাত তালি দিয়ে গাওয়া হয় বিধায় শিক্ষার্থীদের হাতের পেশি মজবুত ও রক্ত সঞ্চালনে সহায়তা করে

ধন্যবাদান্তে

শাহেনা আক্তার সহকারী শিক্ষক ব্রাহ্মণডুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ জেলা এম্বাসেডর হবিগঞ্জ 


আরো দেখুন