Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৪ জানুয়ারি, ২০২৪ ০৭:৩৩ অপরাহ্ণ

নতুন বইয়ের ঘ্রাণ

 নতুন বইয়ের ঘ্রাণ 

প্রতিবছর ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব পালিত হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সারাদেশে। শিশুদের অনাবিল আনন্দ খুঁজে পাওয়া যায় নতুন বইগুলো সংগ্রহের মাধ্যমে। সেই এক অপরূপ দৃশ্য, মা-বাবার হাত ধরে শিশুটি আনন্দের ঝিলিক মাখা মুখে নতুন বই হাতে নিয়ে বাড়ি ফিরছে যেনো এভারেস্ট বিজয়ীর বেশে। এই দৃশ্য দেখি আর আপ্লুত হয়। মাঝে মাঝে হিংসেও হয়। প্রশ্ন হচ্ছে হিংসে কেন এই শিশুদের সাথে? উত্তর হয়তো কারো কারো জানা আছে। ঠিক কয়েক বছর  পেছনে ফেরা যাক। আমি যখন মাধ্যমিকে শিক্ষার্থী তখন মাধ্যমিকের নতুন বই দেয়ার  সরকারি কোন ব্যবস্থাপনা ছিল না। বছরের প্রথম দিনে কোন শিক্ষার্থী নতুন বই নিয়ে বিদ্যালয়ে আসতে পারতোনা। জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের দিকে ক্লাসের দু- চারজন গুটির কয়েক নতুন পাঠ্য বই সাথে করে বিদ্যালয়ে আসতো। পুরাতন বই ছিল বাকিদের সম্বল। পুরাতন বইগুলোর কোন কোনটার প্রথম অধ্যায় নেই, কোন কোন বইয়ে শেষ দুই অধ্যায় নেই। এরই মাধ্যমেই বছরজুড়ে ছেঁড়াফাটা বই দিয়েই চলতো শিখন-শেখানো কার্যক্রম। সময়ের পরিবর্তনের সাথে সাথে শিক্ষাক্ষেত্রেও এসেছে পরিবর্তনের হাওয়া। জানুয়ারি মাসের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই, নতুন স্বপ্ন। নতুন বই হাতে পেয়ে অনাবিল আনন্দে মাতোয়ারা হয়  শিক্ষার্থীরা,অভিভূত অভিভাবকবৃন্দও। 


আরো দেখুন