Loading..

উদ্ভাবনের গল্প

০৮ জানুয়ারি, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ

চলো কিছু বানাই - মনের আনন্দে স্কুল সাজাই।

চলো কিছু বানাই- মনের আনন্দে স্কুল সাজাই। 

করোনাকালীন দীর্ঘ সময়ের পর ২০২১ সালের সেপ্টেম্বরে যখন বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়। তখন লক্ষ করেছিলাম শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা কোন কিছুতেই যেন আগ্রহ নেই। তাদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য কাগজ কাচি নিয়ে ইচ্ছেমত কিছু  করতে শিখালাম এবং নিজের শ্রেণিকক্ষ সাজাতে সহযোগিতা করেছিলাম। পড়াশোনার পাশাপাশি কাজটি করে তারা খুব আনন্দ পেয়েছিল এবং নতুন নতুন চমৎকার সব উপকরণ তৈরি করেছিল যা সত্যি ই মনোমুগ্ধকর। সেই ধারাবাহিকতায় তারা আজো মনের আনন্দে এই কাজটি ব্যাপক উৎসাহ নিয়ে করে থাকে।যা একটি ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করেছে। একজন শিক্ষক হিসেবে এটাই সার্থকতা। আমি মনে প্রাণে বিশ্বাস করি এরা একদিন সৃষ্টিশীল নাগরিক হিসেবে বেড়ে উঠবে।

ধন্যবাদ  সবাই কে পাশে থাকার জন্য। 


আরো দেখুন