সহকারী শিক্ষক
১১ জানুয়ারি, ২০২৪ ০১:১২ অপরাহ্ণ
গোগাউড়া দাখিল মাদ্রাসার প্রত্যাহিক সমাবেশের স্থিরচিত্র।
ধরন: মাদ্রাসা শিক্ষা
শ্রেণি: দশম
বিষয়: শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা
অধ্যায়: ষষ্ঠ অধ্যায়
গোগাউড়া দাখিল মাদ্রাসার প্রতিদিনের প্রত্যাহিক সমাবেশের স্থিরচিত্র।
প্রতিদিন শুরু হয় সকাল ৯.৪০ মি: থেকে।
সমাবেশের প্রয়োজনীয়তা:
১। শিক্ষার্থীরদের মধ্যে দলীয় মনোভাব ও সমঝোতা বৃদ্ধি করে।
২। জাতীয় চেতনা,জাতীয়তা বোধ এবং দেশপ্রেম জাগ্রত হয়।
৩। সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।
৪। সুস্থ প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পায়।
৫। দেহ ও মনে সুস্থ জীবন-যাপন করতে পারে।