Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৫ জানুয়ারি, ২০২৪ ০৯:৫৯ অপরাহ্ণ

ডিজিটাল সিটিজেনশিপ

শিখন অভিজ্ঞতা/সার্কেলের চারটি ধাপের আলোকে ডিজিটাল স্বাক্ষরতা অর্জনঃ

ধাপ-১:  প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা/বাস্তব অভিজ্ঞতা- (এ ধাপে শিক্ষার্থীর কাজ: শিক্ষার্থীরা পাঠ সংশ্লিষ্ঠ কোন ক্লু/চিন্তা দ্বারা অভিজ্ঞতা অর্জন করবে)

            ডিজিটাল সিটিজেনশিপ সার্কেলে- কম্পিউটেশনাল চিন্তন, ডিজাইন চিন্তন ও সিস্টেম চিন্তন এ তিনটি অংশ হলো বাস্তব অভিজ্ঞতা।

ধাপ-২:  প্রতিফলনমূলক পর্যবেক্ষণ- (এ ধাপে শিক্ষার্থীর কাজ: শিক্ষার্থীরা গভিরভাবে চিন্তা করবে)

            ডিজিটাল সিটিজেনশিপ সার্কেলে- সমস্যা সমাধান, সৃজনশীলতা ও উদ্ভাবন এবং যোগাযোগ ও সহযোগিতা এ তিনটি অংশ হলো প্রতিফলনমূলক পর্যবেক্ষণ।

ধাপ-৩:  বিমূর্ত ধারণায়ন- (শিক্ষকের কাজ: শিক্ষার্থীরা বিষয়বস্তু সম্পর্কে জানাবেন)

           ডিজিটাল সিটিজেনশিপ সার্কেলে- আইসিটির নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষিত পর্যালোচনা এ দু’টি অংশ হলো বিমূর্ত ধারণায়ন।

ধাপ-৪: সক্রিয় পরীক্ষণ- (এ ধাপে শিক্ষার্থীর কাজ, নিজে প্রয়োগ করবে)

          ডিজিটাল সিটিজেনশিপ সার্কেলে- ডিজিটাল সলিউশন উদ্ভাবন ও আইসিটি সক্ষমতা এ দু’টি অংশ  হলো সক্রিয় পরীক্ষণ।

 

এই চারটি ধাপে আইসিটি সক্ষমতার মাধ্যমে অর্জিত হবে ডিজিটাল স্বাক্ষরতা, তৈরি হবে ডিজিটাল সিটিজেনশিপ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি