Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ জানুয়ারি, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ

রুই মাছ এর বাহ্যিক গঠন

১।  রুই মাছের আঁইশের কেন্দ্রকে কী বলে?

    ক) সারকুলি            খ) অ্যানলি

    গ) ফোকাস            ঘ) ক্রোমাটোফোর

২।  রুই মাছে কত ধরনের যুগ্ম পাখনা থাকে?

    ক) ২                    খ) ৩       

    গ) ৪                   ঘ) ৫

৩।  রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের?

    ক) হেমোসার্কাল          খ) হেটেরোসার্কাল

    গ) ডিফিসার্কাল          ঘ) প্রটোসার্কাল

    উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    সাদবিন একাদশ শ্রেণির ছাত্র।

প্রাণিবিজ্ঞান ক্লাসে সে রুই মাছের গঠন সম্পর্কে জ্ঞান লাভ করেছে।

৪।  উদ্দীপকের মাছটির বৈশিষ্ট্য হলো—

    i. পুচ্ছ পাখনা সমান

    ii. ফুলকা ছয় জোড়া

    iii. মুখচ্ছিদ্র সম্মুখে

    নিচের কোনটি সঠিক?

    ক) i, ii            খ) i, iii

    গ) ii, iii          ঘ) i, ii ও iii

৫।  উদ্দীপকের মাছটির রক্ত প্রবাহের দিক—

    ক) অ্যাট্রিয়াম  ভেন্ট্রিকল  সাইনাস ভেনোসাস বাল্বাস আর্টারিওসাস

    খ) সাইনাস ভেনোসাস  অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বাল্বাস  আর্টারিওসাস

    গ) ভেন্ট্রিকল সাইনাস ভেনোসাস বাল্বাস আর্টারিওসাস অ্যাট্রিয়াম

    ঘ) বাল্বাস আর্টারিওসাস  অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল সাইনাস ভেনোসাস

৬।

  রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনি রক্ত সরবরাহ করে?

    ক) প্যারাইটাল           খ) রেনাল

    গ) ইলিয়াক            ঘ) সাবক্ল্যাভিয়ান

উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৭।  উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—

    ক) হৃৎপিণ্ড ও ফুলকা      খ) ফুলকা ও সারাদেহ

    গ) ফুলকা ও হৃৎপিণ্ড      ঘ) হৃৎপিণ্ড ও সারাদেহ

৮।  উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

    i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অঙ্গে যায়

    ii. এটি ফুলকা থেকে CO2 যুক্ত রক্তবহন করে

    iii. এর শাখা পার্শ্বীয় ধমনিতে যুক্ত হয়

    নিচের কোনটি সঠিক?

    ক) i, ii                খ) i, iii

    গ) ii, iii              ঘ) i, ii ও iii

 

উত্তর : ১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. খ।

আরো দেখুন