Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ জানুয়ারি, ২০২৪ ০১:৪৪ অপরাহ্ণ

অদ্ভুত সামুদ্রিক প্রাণী

পাতাওয়ালা সি ড্রাগন মাছের বৈজ্ঞানিক নাম phycodorus eques.এটি  Syngnathidae পরিবারের প্রাণী।এটি যখন সমুদ্রের পানিতে ভাসে তখন মনে হয় একটি গাছের ডাল ভেসে যাচ্ছে। এটি দক্ষিন অস্ট্রেলিয়ার সামদ্রিক প্রতীক। এরা সিহর্স ও পাইপ ফিশের নিকটাত্নীয়।পাতাগুলোর রঙ সাধারণত বাদামি থেকে হলুদ হয়।পুরুষ সি ড্রাগন ডিমে তা দেয় এবং চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সি ড্রাগনের বাচ্চারা সমুদ্রের পানিতে মুক্ত হয়। কাঁকড়া,চিংড়ি জাতীয় প্রাণী পাতাওয়ালা সি ড্রাগন মাছে খাদ্য। দূষণ ও আবাসস্থল ধংসের কারণে এরা হুমকির মুখে।   

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি