Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ জানুয়ারি, ২০২৪ ০২:৫৫ অপরাহ্ণ

সামুদ্রিক প্রাণী

ভূতের বাঁশি মাছের বৈজ্ঞানিক নাম Solenostomus paradoxus. ইংরেজিতে এই মাছের নাম Ghost Pipe Fish . এরা সাগরের প্রবালে আবৃত পাথরের মাঝে লুকিয়ে থাকে। ইহা ঘোড়া মাছের নিকটাত্নীয়। এর শক্ত বহিঃকঙ্কাল রয়েছে। স্ত্রী ভূতের বাঁশি মাছ তার শরীরের নীচে বিস্তৃত ডানায় ডিমের আশ্রয় দেয় এবং তা দিয়ে বাচ্চা ফোটায়। পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়ানোর জন্য এরা এদের শরীরে কাঁটাযুক্ত সূত্রের সৃষ্টি করে এবং যে কোন মূহুর্তে রঙ বদলায়। ক্যানসার নিয়ে গবেষণাকারীগণ ভূতের বাঁশি মাছ নিয়ে গবেষনার প্রস্তাব দিয়েছেন।লোহিত সাগর, মালদ্বীপ, ইন্দোনেশিয়া,ফিলিপাইন,দক্ষিণ জাপান,মার্শাল দ্বীপ, নিউ গিনি,আফ্রিকার পূর্ব উপকূল,অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভূতের বাঁশি মাছ দেখতে পাওয়া যায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি