Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ জানুয়ারি, ২০২৪ ০৩:৪৫ অপরাহ্ণ

বানিজ্যিকভাবে সাভারে গোলাপ ফুল চাষ হয়

সাভারের মাটি ফুল চাষের জন্য অত্যন্ত সহায়ক। সাধারণত মিলন, মেরেন্ডি, লিঙ্কন ও সাদা জাতের গোলাপের উৎপাদন অনেক ভালো হলেও লাভজনক হওয়ায় মেরেন্ডি জাতের গোলাপই চাষ করে থাকেন কৃষকেরা। গোলাপ সারা বছর চাষ হলেও ডিসেম্বর-জানুয়ারিতে ভালো ফলন হয়।
আর্থিক লাভের কথা জানাতে গিয়ে নুরুদ্দিন বলেন, ‘গোলাপচাষ একটি নিশ্চিত লাভের ব্যবসা। এতে ঝুঁঁকি থাকে খুব কম। কারণ, একবার চারা রোপণ করলে ২৫ বছর নিশ্চিন্তে ফলন পাওয়া যায়। একদিন বাজারে গোলাপের দাম কম পেলেও পরে তা পুষিয়ে নেয়া যায়; যা অন্য কোনো সবজি চাষে এমন সুবিধা পান না কৃষকেরা। এ ছাড়া বিক্রি করতেও কোনো ঝামেলা নেই। বাড়ির কাছে ফুলের বাজারগুলোতে পাইকাররা এসে ফুল কিনে নিয়ে যায়। ফুলের দাম সবচেয়ে বেশি থাকে ভ্যালেন্টাইন ডে’তে। এ সময় বান্ডিলপ্রতি বিক্রি হয় ১৫০০ থেকে দুই হাজার টাকা। এরপর পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, বিজয় দিবস, মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন দিবসে ১২০০ থেকে ১৫০০ টাকায় বান্ডিল বিক্রি হয়। তবে অফ সিজনে বান্ডিল বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকায়। এ জন্য অনেক কৃষক বিভিন্ন দিবসকে টার্গেট করে ফুলের চাষ বেশি করেন।

আরো দেখুন