Loading..

উদ্ভাবনের গল্প

২২ জানুয়ারি, ২০২৪ ০৫:১৮ অপরাহ্ণ

শিক্ষাক্রম বাস্তবায়ন , আনন্দদায়ক শিখন

# দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুশিক্ষিত স্মার্ট জনশক্তি । আর এই স্মার্ট জনশক্তি তৈরিতে গুনগত প্রাথমিক শিক্ষা অর্জনের বিকল্প নেই । গুনগত শিক্ষার পূর্বশর্ত হচ্ছে শ্রেনিকার্যক্রম কে বাস্তবমুখী করে শিক্ষার্থীদের আনন্দময় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বুদ্ধিভিত্তিক জ্ঞান , মানবীয় গুনাবলীর বিকাশ এবং প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি করা । 

আসসালামু আলাইকুম । আমি মোসাঃ ইয়াসমীন আখতার বানু , প্রধান শিক্ষক , বেগুনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় , গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ । আমার উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগত । আমার উদ্ভাবনী গল্পের শিরোনাম - শিক্ষাক্রমের বাস্তবায়ন, আনন্দদায়ক শিখন । প্রাথমিক শিক্ষকগণের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ টি মুক্তপাঠ ৭ ফেব্রুয়ারি ২০২৩ অনলাইনে ওপেন করার পর আমি ওই দিনেই প্রশিক্ষণ টি অনলাইনে সমাপ্ত করি এবং সনদ লাভ করি । এর পর থেকে আমি প্রায় ৩০ জন শিক্ষক কে এই প্রশিক্ষণ করতে সহযোগিতা করি । আসলে অনলাইনে প্রশিক্ষণ সমাপ্ত করার পর  বুঝে গিয়েছিলাম শিক্ষা ধারায় নতুন কিছু আসছে । এই পরিবর্তন কে আমি সাদরে গ্রহণ করি এবং আমার বিদ্যালয়ের সকল শিক্ষক কে আমি বোঝাতে সক্ষম হই এই নতুন শিক্ষাক্রম সম্পর্কে । বর্তমানে আমার বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রমের ধারায় ১ম ,২য় ও ৩য় শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে । শিক্ষক গন ডায়েরি- ১ ও ডায়েরি- ২ ব্যবহার করে ধারাবাহিক মূল্যায়ন করছেন   । শিক্ষার্থীরা আনন্দদায়ক পরিবেশের মধ্য শিক্ষাগ্রহণ করছে । এই গল্পের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে । ফল হিসেবে দেখতে পাই-

# শিক্ষাক্রম সম্পর্কে আমার বিদ্যালয়ের শিক্ষকগণের এখন কোনো ভয়ভীতি নাই । 

# শিক্ষাক্রম সম্পর্কে এখন তাঁদের নেতিবাচক কোনো মন্তব্য নাই । 

# তাঁরা প্রশিক্ষন এর মাধ্যমে মূল্যায়ন সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়েছে ।  

# তাঁরা ডায়েরি -১ এবং ডায়েরি -২ এর মাধ্যমে মূল্যায়ন করছেন। 

# তাঁরা পাঠ উপস্থাপনে অনেক সৃজনী হয়েছেন । 

#শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে । 

# শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নান্দনিক ভাবে শিখছে। 

সর্বোপরি আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল হয়ে গড়ে উঠছে এবং শিক্ষার্থীরা নব আলোয় উদ্ভাসিত হচ্ছে ।  

আরো দেখুন