Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ জানুয়ারি, ২০২৪ ০৯:২৩ পূর্বাহ্ণ

শীতের মজার শাক-সবজি

বাংলাদেশে শীত বেশ জাঁকিয়ে বসেছে। এখন বাজার ভরা শীতকালের নানান শাকসবজি। নানান রকম সবজিতে বাজার রঙিন। যেমনি চোখ জুড়ানো উজ্জ্বল রং তেমনি পুষ্টিগুণে ভরপুর এসব শাকসবজি ভিটামিন, প্রোটিন, মিনারেলের একটা বড় উৎস। আমাদের প্রতিদিনের খাবারে বৈচিত্র্য আনতে সাহায্য করে শীতকালের সবজি। এ সময়ে নতুন সবজির নানান রকম খাবার তৈরি হয়। শাকসবজি জন্মানোর পক্ষে অনূকুল আবওহাওয়ার কারণে বাংলাদেশে বেশিরভাগ সবজি শীতকালেই উৎপাদিত হয়।

আরো দেখুন