Loading..

উদ্ভাবনের গল্প

২৭ জানুয়ারি, ২০২৪ ০৪:২১ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্পঃ গল্পের নামঃ সৃজনশীল প্রশ্নের উত্তর।


শিখনফলঃ শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। 

যোগ্যতাভিত্তিক/সৃজনশীল প্রশ্ন

সুজাউল ইসলাম

একদিন একজন শিক্ষক ওয়ানের ক্লাশে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে -বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপাদানের নাম শিখাচ্ছেন। শিক্ষক বলতেছেন যে, সৃষ্টিকর্তা যে জিনিসগুলো সৃষ্টি করেছেন, সেই জিনিসগুলোই প্রাকৃতিক পরিবেশের উপাদান যেমন-মানুষ,গরু,ছাগল, গাছপালা, পাহাড়, পর্বত, ফুল,ফল,নদীনালা, খালবিল প্রভূতি।

 

এবার শিক্ষক ক্লাশে প্রশ্ন ছুড়ে দিলেন- বললেন  এবার তোমরা ৫ টি গৃহপালিত পশুর নাম বল? বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্নভাবে উত্তর দিলেন। একছাত্র এবার উত্তর দিলেন-স্যার, আমাদের বাড়িতে যে পশুগুলো আছে সেগুলো কি হবে। স্যার বলল হ্যাঁ, হ্যাঁ হবে । বলো বলো---সে বলল ১। ছাগল ২।খাসি ৩।বরকি ৪।হালান এবং ৫। চিন্তা করতে করতে বলল, পাটা। 

আরো দেখুন