Loading..

উদ্ভাবনের গল্প

২৭ জানুয়ারি, ২০২৪ ০৮:৩১ অপরাহ্ণ

কাজের স্বীকৃতি ✌️✌️

উদ্ভাবকের নাম:উম্মে কুলছুম

সহকারী শিক্ষক 

পিয়াইম নাছির উদ্দিন সপ্রাবি

মাধবপুর, হবিগঞ্জ। 




আইডিয়াটির নাম: কাজের স্বীকৃতি 




আইডিয়াটির বিবরণ:






প্রত্যেকটা মানুষই চায় তার ভালো কাজের স্বীকৃতি, পুরস্কার!! পুরস্কার দেয়ার আনন্দের অনুভূতি ভাষাহীন। 




বিভিন্ন ক্যাটেগরিতে শিক্ষার্থী বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সামান্য পুরস্কার। একজন শিক্ষকের অনুপ্রেরণা শিক্ষার্থীদের জীবনে অনেক বড় ভূমিকা রাখে। সামান্য পুরস্কার পেয়ে তাদের চোখেমুখে যে আনন্দের জোয়ার দেখেছি তা সত্যি আমাকে মুগ্ধ করেছে!! কিছুদিনের মধ্যেই বেশিরভাগ শিক্ষার্থীরাই অনুপ্রাণিত হয়েছে এবং বিভিন্নভাবে সফলতা লাভ করেছে।


হাতের লেখা সুন্দর করা ,দ্রুত পঠন,হোম ওয়ার্ক,ধারাবাহিক মূল্যায়ন,স্মৃতিশক্তি পরীক্ষা, শ্রেণিকক্ষে বিভিন্ন কাজে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ, পরিস্কার পরিচ্ছন্ন হয়ে বিদ্যালয়ে আসা এছাড়া আরও বিভিন্ন বিষয়ে অনেক পরিবর্তন লক্ষ করা গেছে। 🥰❤️


একজন শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কাজের স্বীকৃতি পেলে সবচেয়ে বেশি খুশি হয় ও কাজের প্রতি তাদের আগ্রহ বেড়ে যায় অনেক গুণ। শিখন পরিবেশকে আনন্দদায়ক ও কর্মস্পৃহা বৃদ্ধিতে আমার এ উদ্ভাবনী ধারণা অবশ্যই সুফল বয়ে আনবে। তাই এ প্রক্রিয়া বিদ্যালয়ে চলমান রয়েছে। 




তামান্না আক্তার 


২য় শ্রেণি


বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় ১ম 🥰🌹❤️




অংকিতা সরকার 


৩য় শ্রেণি


বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় ১ম। 🥰🌹❤️




সাইফুল হাদী


৪র্থ শ্রেণি


নিয়মিত হোম ওয়ার্ক জমা দানে শ্রেষ্ঠ।🥰🌹❤️




জোনাকি সরকার 


৫ম শ্রেণি


সুন্দর হাতের লেখায় ১ম। 🥰🌹❤️




কবিতা সরকার 


৫ম শ্রেণি


দ্রুত পঠন চেষ্টায় সর্বোচ্চ। 🥰🌹❤️




বিশাল সরকার 


৫ম শ্রেণি


দ্রুত পঠন চেষ্টায় অনেক উন্নতি। 🥰🌹❤️




সৃষ্টি সরকার 


৫ম শ্রেণি


স্মৃতিশক্তি মূল্যায়ন পরীক্ষায় ১ম। 🥰🌹❤️




রুমা সরকার 


৫ম শ্রেণি 


বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় ১ম।🥰🌹❤️




সীমা সরকার 


৪র্থ শ্রেণি


বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় ১ম। 🥰🌹❤️




পুরস্কার প্রাপ্ত সকল বন্ধুরা 


খুশির জোয়ারে দিশেহারা!!

আরো দেখুন