Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩১ জানুয়ারি, ২০২৪ ০৮:২৪ অপরাহ্ণ

সমবাহু ত্রিভূজ গঠনে ব্যবহারিক প্রয়োগ

একটি দড়িতে ১৩টি গিট দিয়ে খুব সহজেই সমবাহু ত্রিভূজ অঙ্কন করা যায়, যা শিক্ষার্থীরা মজার ছলে শিখতে পারে। এইক্ষেত্রে প্রথমে একটি দড়ি নিতে হবে। এরপর শিক্ষার্থীদের দিয়েই দড়িতে মোট ১৩টি গিট দিতে হবে শিক্ষার্থীদের সতর্ক করে বলে দিতে হবে, যাতে করে পরপর দুটি গিটের দূরত্ব যেন সমান থাকে। এরপর বলে দিতে হবে দড়ির দুই প্রান্তের দুটি গিট এক জায়গায় মিলিয়ে দিতে হবে। বেশ এখন কাজ শেষ, খেলা শুরু। তিন জন শিক্ষার্থী নিতে কবে, বাকী গ্রুপের সকল শিক্ষার্থী খুব মনযোগ সহকারে দেখবে। চারপাশে মোট ৪টি করে গিট নিলেই খুব স্পষ্টভাবেই দেখা যায় এটা একটি সমবাহু ত্রিভূজ।

আরো দেখুন