Loading..

উদ্ভাবনের গল্প

০২ ফেব্রুয়ারি , ২০২৪ ০৯:২৭ অপরাহ্ণ

সাহিত্যিক শেখ আ: জব্বার থেকে নকশী কাঁথার মাঠের রুপা লাঠিয়াল। ...........................
সাহিত্যিক শেখ আ: জব্বার থেকে নকশী কাঁথার মাঠের রুপা লাঠিয়াল।
শেখ আব্দুল জব্বারের ইতিহাসের অনুসন্ধানে আমাদের যথেষ্ট কষ্ট করতে হয়েছে।এই মানুষটির বিষয়ে তার রক্তের সম্পর্ক মানুষেরা তথ্য দিতে কৃপণতা দেখান।
যা খুব দুঃখজনক।
শেখ আব্দুল জব্বার ১৮৮১ সালে বনগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন- ১৯১৮ সালে মাত্র ৩৭ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন।
তিনি একজন বাঙ্গালি সাহিত্যিক এবং সমাজ কর্মী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের পরীক্ষক ছিলেন।
শেখ আব্দুল জব্বার ইসলামী ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন এবং এই বিষয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন।
হযরতের জীবনী ও দেবী রাবেয়া - জীবনী
মক্কা শরীফের ইতিহাস (১৯০৬) - ইতিহাস
মদীনা শরীফের ইতিহাস (১৯০৭) - ইতিহাস (অধুনা ইসলামিক ফাউন্ডেশন হতে প্রকাশিত)
ইসলামী সঙ্গীত (১৯০৮) - গানের স্বরলিপি
আদর্শ রমণী (১ম খন্ড: ১৯০৯ এবং ২য় খন্ড: ১৯১২) - জীবনী
জেরুজালেম বা বাইতুল মাকাদ্দাসের ইতিহাস (১৯১০) - ইতিহাস (ইসলামিক ফাউন্ডেশন হতে প্রকাশিত, বিশিষ্ট ইসলাম প্রচারক মুন্সী শেখ জমির উদ্দিন বইটির ভূমিকা লেখেন)
এসলাম চিত্র সমাজ চিত্র (ইসলামিক ফাউন্ডেশন হতে প্রকাশিত)
নবগাথা (১৯১২) - কাব্য
নূরজাহান (১৯১৩) - জীবনী
শিশুদের জন্য তিনি লিখেছিলেন শিশু সোপাণ, সাহিত্য সোপাণ, আদর্শ সাহিত্য।
'ইসলাম আভা' নামক একটি মাসিক পত্রিকাও তিনি প্রকাশ করতেন। আবুল কালাম শামসুদ্দিন বিরচিত "অতীত দিনের স্মৃতি" গ্রন্থে তাঁর ব্যাপারে ছোট কিন্তু অর্থবহ আলোচনা করা হয়েছে।
উপস্থাপনায় ক্ষদ্র ভুল গুলো কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য।
ইংরেজিতে ই. এম. মিলফোর্ড কর্তৃক অনুদিত হয় The Field of Embroidered Quilt নামে।
dramatized Bengali verse narrative written by poet Jasimuddin published in 1929. The verse is considered a masterpiece in Bengali language and has been translated into many different languages.

আরো দেখুন