Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ ফেব্রুয়ারি , ২০২৪ ০৮:০১ অপরাহ্ণ

স্নায়ু তন্ত্র ( মস্তিস্ক )
  • স্নায়ু তন্ত্র (nervous system) আমরা যে চিন্তা করতে পারি,  সিদ্ধান্ত নিতে পারি কারো ডাকে সাড়া দিতে পারি শীত গ্রীষ্ম   উপলব্ধি করতে পারি তা সম্ভব হয় আমাদের স্নায়ুতন্ত্রের কারণে। আমাদের মস্তিষ্ক ও মেরুদন্ডের ভিতরে অবস্থিত এবং আমাদের শরীরে নানা স্থানে ছড়িয়ে থাকা স্নায়ু সংযোগ মিলে তৈরি হয় স্নায়  তন্ত্র । গরম কোন জিনিসে যখন হাত দিলে  আমরা যখন ঝট করে হাতটা সরিয়ে নেই, তখন আসলে কি ঘটে ? জিনিসটা যে গরম সেই তথ্য হাতের ত্বকে থাকা স্নায়ুতন্ত্র   মেরুদন্ডে থাকা মেরু রজ্জুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। এসব তথ্য বিশ্লেষণ করে আমাদের অনুভূতি  আর সাড়া দেওয়ার তাড়না সৃষ্টি করে।তারমানে এই ক্ষেত্রে মস্তিষ্ক  আমাদের  হাতের তকে যে শুধু গরম লাগার যে অনুভূতি তৈরি করে তাই নয় বরং হাতটা ছট করে সরিয়ে ফেলতে নির্দেশ দেয়। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি