Loading..

নেতৃত্বের গল্প

০৪ ফেব্রুয়ারি , ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

চলো সবাই স্কুলে যাই- পড়া শেষে একসঙ্গে দুপুরের খাবার খাই

‘চলো মোরা স্কুলে যাই, পড়া শেষে একসাথে দুপুরের খাবার খাই’ এমন শ্লোগানকে  সামনে রেখে বড় সাঙ্গিশ্বর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে আজ সম্পন্ন হলো  মিড ডে মিল কার্যক্রম। এটি একটি স্বপ্নযাত্রা।

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্কুলে শতভাগ উপস্থিতি বৃদ্ধি ও বিদ্যালয়মুখী করা, পুষ্টি চাহিদা পূরণ এবং ধনী-গরিব ভুলে মাসে অন্তত দুইদিন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে একসঙ্গে সবাই দুপুরের খাবার খাওয়ার আয়োজন করা হয়েছে।

এর মাধ্যমে মনের দূরত্ব যেমন ঘুচবে, তেমনি শিশুরা মাসে অন্তত দুই দিন সকল সহপাঠীদের সঙ্গে একই ধরনের খাবার খেতে পারছে। এতে কে গরিব আর কে ধনী এর পার্থক্য থাকছে না। শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই একই খাবার খেয়ে থাকেন।

আরো দেখুন