Loading..

উদ্ভাবনের গল্প

০৯ ফেব্রুয়ারি , ২০২৪ ০৪:৪৫ অপরাহ্ণ

শিখন শেখানোর পদ্ধতি ও কৌশল

নতুন কারিকুলামে ৩য় শ্রেণির ক্লাস করতে গিয়ে চোখে পড়ল,,এসাইনমেন্ট। ইতিপূর্বে এসাইনমেন্ট প্রাথমিকের ৩য় শ্রেণির শিক্ষার্থীদের ছিল না। ভাবছিলাম আমার শিশুরা পারবে তো। কি করব ভাবতে শুরু করলাম। যেই ভাবনা সেই কাজ। তৈরি করে ফেললাম এসাইনমেন্ট সীট। এই ফরমেট অনুযায়ী শিশুদের শেখাবো বলে। মুখে মুখে বলা অথবা বোর্ডে লিখে দেখানোর থেকে আমি মনে করলাম এভাবে ক্লাসে গিয়ে দেখালে শিক্ষার্থীদের শিখন সহজ হবে। আর এটা দেখলে এমন কাজ করতে উৎসাহীও হবে। আলহামদুলিল্লাহ আমি সাসকেস। আর আমার মনে হয় শিক্ষার্থীদের জন্য এমন বিভিন্ন কৌশল যদি আমরা অবলম্বন করতে পারি,অবশ্যই শিখন শেখানো কৌশল সহজ ও আনন্দ দায়ক হবে। 

আরো দেখুন