Loading..

উদ্ভাবনের গল্প

১১ ফেব্রুয়ারি , ২০২৪ ০৫:২১ অপরাহ্ণ

ওয়ার্ড ওয়ালে শব্দ শিখবো, স্মার্ট রিডার সিক্স হবো। উদ্ভাবকঃ স্মৃতি রানী দে, প্রশি , কাশিপুর সপ্রাবি।

উদ্ভাবকঃ স্মৃতি রানী দে, প্রধান শিক্ষক, কাশিপুর সপ্রাবি। রাজনগর, মৌলভীবাজার। 🌿🌿পড়ার দক্ষতা অর্জন কার্যক্রম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আইডিয়া খুবই কার্যকর।এই আইডিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে শব্দ শেখার মধ্য দিয়ে সাবলীলভাবে পড়তে পারবে, পাঠের প্রতি মনোযোগী হবে, শব্দের ভাণ্ডার বৃদ্ধি পাবে,কাঙ্খিত শিখনফল অর্জিত হবে, প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন হবে। বাস্তবায়ন প্রক্রিয়াঃ প্রধান শিক্ষক শ্রেনিশিক্ষকদের সহায়তায় পাঠ্যবই থেকে বিষয়ভিত্তিক( বাংলা,গনিত,ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম) শব্দ বাছাই করে একটা গাছের পাতায় পাতায় শব্দগুলো দিয়ে ডিজিটাল ব্যানার/পোস্টার পেপারে ওয়ার্ড ওয়াল তৈরি করা হবে। ব্যানার/পোস্টারপেপারগুলো দেয়ালে টানানো থাকবে। পারগ শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন করে বিষয়ভিত্তিক ব্যানারে মডারেটর হিসাবে নিয়োগ দেয়া।প্রতিটি বিষয়ের মডারেটর প্রতিদিন ১০ মিনিট করে ব্যানারের লিপিবদ্ধ শব্দগুলো অনুশীলন করাবে। যে শিক্ষার্থী কোন বিষয়ের সবগুলোশব্দ শিখে পড়তে পারবে সে পাবে একটি স্মার্ট কার্ড। এভাবে ছয়টি বিষয়ের শব্দগুলো শিখে পড়তে পারলে সে হবে "স্মার্ট রিডার সিক্স "।অনুপ্রেরণার অংশ হিসাবে তাঁকে পুরস্কৃত করা হবে। তাঁর নাম ও ছবি নোটিশ বোর্ডে পুরো মাস জুড়ে শোভা পাবে।

আরো দেখুন