Loading..

উদ্ভাবনের গল্প

১৪ ফেব্রুয়ারি , ২০২৪ ০৬:০৮ অপরাহ্ণ

সহজ দিয়ে শুরু করি শিখনকে স্থায়ী করি

আমি মনিকা আক্তার, সহকারী শিক্ষক, লৌহজং,মুন্সিগঞ্জ। আমি আমার শিক্ষকতা পেশাকে নিয়ে গর্ব করি।আমি সবসময় আমার শিক্ষাথীদের সহজে শিক্ষা দিতে পছন্দ করি।। আর সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।। শিশুদের কাছের পরিবেশের সহজলভ্য, ফেলনা উপকরণ দিয়ে কিভাবে সুন্দর শিখন পরিবেশ তৈরি করা যায়, সেভাবেই কাজ করি। আলহামদুলিল্লাহ, আমি সেই ফল ও পেয়েছি।। আমার শিক্ষাথীরা শ্রেনি কক্ষে প্রানবন্তভাবে শিখে।।।এভাবে যদি প্রতিটি শিক্ষকরা করি, তবে আমরা এগিয়ে যাবো,এগিয়ে যাবে শিশুরা,এগিয়ে যাবে দেশ।।সে লক্ষে আমার আইডিয়া শেয়ার করলাম।।আমার আইডিয়া 

""সহজ দিয়ে শুরু করি শিখনকে স্থায়ী  করি"।।

আরো দেখুন