Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ ফেব্রুয়ারি , ২০২৪ ০৭:৪৪ পূর্বাহ্ণ

নতুন শিক্ষাক্রম

নতুন কারিকুলাম অনুযায়ী যোগ্যতার ৪টি উপাদান; জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। 


১। জ্ঞান: গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান। 


২। দক্ষতা: গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা। 


৩। দৃষ্টিভঙ্গি: সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি। 


৪। মূল্যবোধ: সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ। 


** যোগ্যতা: নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে যেতে পারা হচ্ছে তার যোগ্যতা।


©কালেক্টেড

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি