Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৭ ফেব্রুয়ারি , ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ

বসন্তের কোকিল কেন ডাকে কি কারনে ডাকে।

কোকিল কেন বসন্তকালে ডাকে?

-----------------------------------------------------------------------

বসন্ত এলেই কোকিল গান শুরু করে দেয়। কুউ কুউ করে ডেকে চারপাশ মাতিয়ে তোলো। এটাকে আমরা কোকিলের গান বলি। কিন্তু কোকিল কেন বসন্তেই ডাকে, অন্যসময় কেন ডাকে না?


সত্যি, বলতে কি, সারাবছরই কোকিল ডাকে।


যে সব প্রাণীর নিজস্ব ভাষা আছে, তাদের সারা সবছরই ডাকাডাকির প্রয়োজন হয়। কোকিলেরও হয়। আমরা যে কোকিলের ডাক শুনি এটা আসলে কোকিলের স্বাভাবিক ডাক নয়। এই ডাকটা বসন্তকালেই বেশি শোনা যায়।

বসন্তের পরেও শোনা যায়, তবে কম। এটা আসলে পুরুষ কোকিলের ডাক। কোকিল বাসা বাঁধে না, অন্য পাখির বাসায় ডিম পাড়ে। তাই কখনও স্ত্রী ও পুরুষ কোকিল জোড়া বেঁধে জীবন-যাপন করে না।

এরা একাকী চলতেই পছন্দ করে। কিন্তু প্রজনন মৌসুমে স্ত্রী-পুরুষের মিলন জন্য একত্রিত হতে হয়। কিন্তু স্ত্রী কোকিল কার সঙ্গে মিলিত হবে?

এটা একটা সমস্যা। এর সমাধান হলো, কোন পুরুষ কত সুন্দর গান গাইতে পারে, তার ওপর নির্ভর করে। যে যত সুন্দর গান করে, স্ত্রী কোকিল তার গলাতেই মালা দেয়।


স্ত্রী কোকিলদের মন ভোলাতে তাই পুরুষ কোকিল ‘কুউ-উ-উ...কুউ-উ-উ’ স্বরে গান করে। চারপাশ থেকে আসা পুরুষ কোকিলের গানের মধ্যে যার গান সবচেয়ে ভালো লাগে, স্ত্রী কোকিল তার কাছেই ছুটে যায়।

বসন্ত হলো কোকিলদের প্রজনন মৌসুম। তাই এ সময়েই কোকিলের উচ্চস্বরে গান করার দরকার হয়। তাই বলে কি অন্য সময় ডাকে না? ডাকে, সেটাই ওদের স্বাভাবিক ডাক। সেটা টানা উচ্চস্বরে ডাক নয়সেটা শুনতে অনেকটা এ রকম—‘কৌ-কৌ-কৌ’। স্ত্রী পুরুষ দু ধরনের কোকিলই এভাবে মুদুস্বরে ডাকে।


অর্থাৎ আমরা যেটাকে কোকিলের ডাক বলে জানি, সেটা শুধু পুরুষ কোকিলের ডাক, স্ত্রী কোকিলের নয়।

আরো দেখুন