Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৭ ফেব্রুয়ারি , ২০২৪ ০৬:৩৪ অপরাহ্ণ

পৃতিবী অবাক তাকিয়ে রয়

বাংলাদেশের সূচনা হয়েছিল ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মাধ্যমে। ঐতিহাসিক সেই ভাষা আন্দোলনের স্মৃতি স্তম্ভ আমাদের প্রানের শহীদ মিনার। এই শহীদ মিনারের নকশাকার শিল্পী হামিদুর রাহমান । শিল্পী রাহমানের জন্ম ০১ লা সেপ্টেম্বর  ১৯২৮ সালে  পুরনো ঢাকার ইসলামপুরে সংস্কৃতি ঘেঁষা এক পরিবারে।ভাষা আন্দোলনকে স্মরণীয় করে রাখতে ১৯৫৬ সালে তৎকালীন সরকার একটি স্মৃতি স্তম্ভ  নির্মানের আশায় সবার কাছ থেকে নকশার আহ্বান করেন। উক্ত প্রতিযোগিতায় শিল্পী হামিদুর রাহমানের নকশা নির্বাচিত হয়। কিছুদিন কাজ হওয়ার পর বন্ধ হয়ে যায় । ১৯৬২ সালে আবারও শহীদ মিনার নির্মাণে নকশা বাছাইয়ের জন্য সরকারের উচ্চ পর্যায়ের কমিটি শিল্পী হামিদুর রাহমানের নকশা বেছে নেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানিরা শহীদ মিনার গুড়িয়ে দিলে ১৯৭২ সালে সরকার শিল্পী হামিদুর রাহমানের নকশা অবলম্বনে আবারও শহীদ মিনার গড়ে তুলেন।   পরবর্তীতে শিল্পী রাহমান আমেরিকা হয়ে কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন। শিল্পীর এক মেয়ে দুই ছেলে। ১৯৮৮ সালের ১৯ শে নভেম্বর শিল্পী রাহমান কানাডায় মৃত্যুবরণ করেন। কবি সুফিয়া কামালের পরামর্শে  ঢাকার আজিমপুর কবরস্থানে ২৫ শে নভেম্বর  ভাষা শহীদদের পাশে শিল্পীর লাশ দাফন সম্পন্ন হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার হিসেবে বাংলাদেশ সরকার ১৯৮০ শিল্পী হামিদুর রাহমানকে একুশে পদকে ভূষিত করেন এবং ধানমন্ডির ১০ নং সড়কটি শিল্পী হামিদুর রাহমান সড়ক হিসেবে ঘোষণা করেন।

আরো দেখুন