Loading..

উদ্ভাবনের গল্প

১৮ ফেব্রুয়ারি , ২০২৪ ০৭:৩৩ অপরাহ্ণ

আমার শিখন শেখানোর কৌশল

২য় শ্রেণির শিক্ষার্থী বন্ধুদের ইংরেজি ক্লাসে পাঠদানের সময় লক্ষ করলাম শিশুরা ইংরেজি তেমন উচ্চারণ করে পড়তে পারছে না। কোনটা কোন বর্ণ সেটা চিনে বলতে পারছে কিন্তু উচ্চারণ করতে পারছে না। তখন আমি বোর্ডে একটা একট করে লিখলাম আর শিশুদের থেকে জানতে চাইলাম,, আলহামদুলিল্লাহ দেখলাম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বলার চেষ্টা করছে,,আমিও শিশুদের পাশাপাশি বলতে সহায়তা করছি। তো আমার আজকের এই আইডিয়া টি আমার কাছে চমৎকার লেগেছে। আপনারা ভিডিও টি দেখলে বুঝবেন। আমি মনে করি প্রতিদিন এভাবে যদি শিশুদের পড়ানো যায়। তবে অতি শীঘ্রই শিশুরা বাংলা পড়ার পাশাপাশি ইংরেজিও শিখে যাবে। শিশুরা অনেক মজা করে আমার ক্লাস টি উপভোগ করেছে। আমারও অনেক ভাল লেগেছে।

আরো দেখুন