Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ ফেব্রুয়ারি , ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ

মহাস্থানগড়

সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন গৌড়ের রাজা থাকার সময়ে এই গড় অরক্ষিত হয়ে পড়ে। সেসময় মহাস্থানগড়ের রাজা ছিলেন নল। কিন্তু তার ভাই নীলের সাথে তার বিরোধ লেগেই থাকত। সেসময় এক অভিশপ্ত ব্রাহ্মণ এ এলাকায় ভ্রমনে আসেন। এই ব্রাহ্মণ তার পাপের প্রায়শ্চিত্ত করতে ভারতের দাক্ষিণাত্যের শ্রীক্ষেত্র থেকে এখানে আসেন। তিনি পরশু বা কুঠার দিয়ে নিজের মাকে হত্যার জন্য অভিশপ্ত ছিলেন। তিনি নল এবং নীল এই দুই ভাইয়ের বিরোধ মেটানোর নাম করে কৌশলে নিজেই রাজা হয়ে যান। ইতিহাসে তিনি পরশুরাম হিসেবে পরিচিত হলেও তার আসল নাম ছিল রাম। কিন্তু রাজা হওয়ার পর তিনি অত্যাচারী শাসক হিসেবে পরিচিতি লাভ করেন। তার অত্যাচারে যখন রাজ্যের জনগণ অতিষ্ঠ হয়ে পড়ে ঠিক তখনই এখানে একজন আধ্যাত্মিক শক্তিধারী দরবেশের আগমন হয়। তার নাম ছিল হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)। পরশুরামের সাথে এই ফকির বেশি আধ্যাত্মিক শক্তিধারী দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর ১২0৫-১২২0 সালে যুদ্ধ হয়। যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন।

আরো দেখুন