Loading..

উদ্ভাবনের গল্প

২২ ফেব্রুয়ারি , ২০২৪ ০৩:৪৯ পূর্বাহ্ণ

নাপিত ডাক্তার।

এই ভিডিও টিতে  একটি অল্প শিক্ষ্িত নাপিত - যে কিনা প্রাকৃতিক কিছু  বনজ গাছ গাছালি দিয়ে  গ্রামের মানুষের  রোগ ব্যধি সাড়ানোর জন্য চিকিৎসা করে।এতে করে এলাকার মানুষ কম খরচে ও সহজেই রোগ ব্যধির হাত থেকে রক্ষা পায়।অপর দিকে শহরের ডিগ্রীধারী ডাক্তার -- যারা সাধারন জনগনের কাছ থেকে চিকিৎসার জন্য অনেক বেশি টাকা নেয়।এতে সাধারন জনগন শহরের দামী চিকিৎসার চেয়ে গ্রামের নাপিত ডাক্তারের  সহজ ও সুলভ চিকিৎসা ব্যবস্থার কাছেই চলে যেতে থাকে।এতে করে শহরের ডিগ্রী ধারী ডাক্তার গন এতে অর্থ হাড়ানোর ভয়ে রোগি দের কে তাদের কাছে আনার কুটকৌশল অবলম্বন করে। এটাই বর্তমান সমাজ ব্যবস্থার আসল রূপ।

আরো দেখুন