Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ ফেব্রুয়ারি , ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)

শ্রমিকদের উন্নতি, তাদের সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা International Labour Organization (ILO)। ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের ১১ এপ্রিল সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি জাতিসংঘের সবচেয়ে পুরনো ও প্রথম বিশেষায়িত সংস্থা।

টি জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা, যা সরকার, নিয়োগকর্তা বা মালিক ও শ্রমিকদের নিয়ে একসঙ্গে কাজ করে। ১৯৬৯ সালে সংস্থাটি উন্নয়নশীল দেশে শ্রমিক শ্রেণির মধ্যে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কারণে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

আইএলওর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বিশ্বে ৪০টিরও বেশি দেশে আঞ্চলিক দপ্তর (ফিল্ড অফিস) রয়েছে।

একনজরে

প্রতিষ্ঠাকাল : ১৯১৯

সদস্য দেশ : ১৮৭টি

সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

প্রথম মহাপরিচালক : আলবার্ট থমাস, ফ্রান্স (১৯১৯-১৯৩২)।

বর্তমান মহাপরিচালক : গাই রাইডার, ইংল্যান্ড (দশম, ২০১২)।

বাংলাদেশ সদস্য হয় :

২২ জুন ১৯৭২।

যেসব দেশ সদস্য নয় : এন্ডোরা, ভুটান, লিচেনস্টেইন, মাইক্রোনেশিয়া, মোনাকো, নাউরু ও উত্তর কোরিয়া।

আরো দেখুন