Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ ফেব্রুয়ারি , ২০২৪ ০৫:৩০ অপরাহ্ণ

সমাবেশে পরিবেশনের জন্য জাতীয় সংগীত

সমাবেশে পরিবেশনের জন্য জাতীয় সংগীত 


আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 

                  চিরদিন তোমার আকাশ, 

      চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, 

                             আমার প্রাণে 

             ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, 

        সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।। 

ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, 

                       মরি হায়, হায় রে -

ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, 

    ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি 

              আমি কী দেখেছি মধুর হাসি। 

     সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।। 

  কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো-

   কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। 

 মা, তোর মুখের বানী আমার কানে লাগে সুধার মতো, 

                          মরি হায়, হায় রে -

মা, তোর মুখের বানী আমার কানে লাগে সুধার মতো, 

      মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন

                ও মা আমি নয়ন জলে ভাসি।। 

      সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি