Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ ফেব্রুয়ারি , ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ

কমিউনিকেশন সিস্টেম ( জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১-২য়)

কমিউনিকেশন শব্দটি Communicare শব্দ হতে এসেছে যার অর্থ to share (আদান-প্রদান/ বিনিময়)। সুতরাং একজনের সাথে আরেক জনের পরস্পর তথ্য বিনিময় বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময়ই হচ্ছে ডেটা কমিউনিকেশনকমিউনিকেশন পৃথিবীকে একটি “Global Village” এ রুপান্তর করেছে।


কমিউনিকেশন সিস্টেমের গুরুত্ব:

ব্যবসায়ের ক্ষেত্রে: আজকের যুগে ব্যবসায়ের সফলতা নির্ভর করে যোগাযোগের উপর।

চিকিৎসার ক্ষেত্রে: নতুন নতুন চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসার উপকরণ আবিস্কার হচ্ছে, বিভিন্ন দেশের ডাক্তারদের সাথে যোগাযোগ ও মেডিক্যাল প্রযুক্তির যন্ত্রের সাথে পরিচিত হতে কমিউনিকেশনের গুরুত্ব অপরিসীম।

শিক্ষার ক্ষেত্রে: শিক্ষাক্ষেত্রে অভূত পরিবর্তন এনে দিয়েছে এই যোগযোগ ব্যবস্থা। এখন ঘরে বসেই পৃথীবির সকল বিষয়ের জ্ঞান আহরণ করা যাচ্ছে।

সংস্কৃতির বিনিময়: বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানা ও অনুকরণ করার সুযোগ এনে দিয়েছে এই যোগাযোগ ব্যবস্থা। যেমন ব্রাজিলের সাম্বা নৃত্য এখন সারা বিশ্বে পরিচিত।

তথ্য বিনিময়: ইন্টারনেটের মাধ্যমে আমরা মুহুর্তের মধ্যে হাজার হাজার তথ্য প্রেরণ করতে পারি।

ই-বিজনেস: ঘরে বসেই এখন কেনাকাটা করা যায়। যেমন রকমারি.কম এর মাধ্যমে আমার বিভিন্ন প্রকার বই ক্রয় করতে পারি।

শিক্ষা প্রতিষ্ঠানে: শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা কেবল সুষ্ঠু ও সাবলীল যোগাযোগের উপর নির্ভর করে।

আরো দেখুন