Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ ফেব্রুয়ারি , ২০২৪ ০৪:৫৯ অপরাহ্ণ

জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১(২য়) ১০ম শ্রেণী

মডেম কি

মডেম হচ্ছে একটি হার্ডওয়্যার নেটওয়ার্ক ডিভাইস। যা ডিজিটাল সিগনালকে এনালগ এবং এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে কনভার্ট করতে সাহায্য করে। কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল এই ধরণের ডিভাইসে মডেম ব্যবহার করে ইন্টারনেট এর সাথে যুক্ত হওয়া যায়।

মডেম কিভাবে কাজ করে

এনালগ সিগনাল এবং ডিজিটাল সিগনাল এর মাধ্যমেই মডেম কাজ করে। আমরা ইতিমধ্যেই ডিজিটাল সিগনাল এবং এনালগ সিগনাল নিয়ে আলোচনা করেছি। আশা করি মডেম কিভাবে কাজ করে এই বিষয়টি সকলের বোধগম্য হওয়ার কথা।

মডেম কত প্রকার

মডেম ২ প্রকার হয়ে থাকে। নিচে সেগুলো উল্লেখ করা হলঃ
  • Internal Modem (ইন্টারনাল মডেম)
  • External Modem (এক্সটার্নাল মডেম)

আরো দেখুন