Loading..

উদ্ভাবনের গল্প

২৬ ফেব্রুয়ারি , ২০২৪ ০৫:১০ অপরাহ্ণ

স্থাপত্য শৈলীর অনন্য উদাহরণ - বজরা মসজিদ

বজরা শাহী মসজিদের অবস্থান নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় বজরা ইউনিয়নে। ইতিহাস বলে, ১৭৪১-৪২ সালে জমিদার আমানুল্লাহ ৩০ একরের একটি জমিতে এক বিশাল দীঘি খনন করে তার পাশে এই আকর্ষণীয় মসজিদটি গড়ে তোলেন। দিল্লির শাহী জামে মসজিদের নকশার অনুকরণে আদল দেওয়া হয়। মসজিদের গম্বুজ তিনটি। সেগুলো মার্বেল পাথরের তৈরি। মসজিদে প্রবেশের জন্য ধনুকাকৃতির একটি দরজা এবং কেবলার দিকে কারুকার্য খচিত মিহরাব রয়েছে। লোকমুখে প্রচলিত আছে, বজরা শাহী মসজিদে মানত করলে ফল পাওয়া যায়। তাই দূর-দূরান্ত থেকে মানত করার জন্য মানুষ বজরা শাহী মসজিদে আসেন। মসজিদটি আয়তাকার (১৬ মি. × ৭.৩২ মি.), মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা। বাইরের চার কোণায় অষ্টভুজাকৃতির বুরুজ রয়েছে। মসজিদের পূর্বে ৩টি, উত্তরে ও দক্ষিণে ১টি করে মোট ৫টি দরজা রয়েছে। দরজা বাইরের দিকে অভিক্ষিপ্ত এবং দজার উভয় পার্শ্বে সরু মিনার রয়েছে। পূর্বদিকের তিনটি দরজা বরাবরে কিবলা দেয়াল রয়েছে যার অভ্যন্তরে তিনটি মিহরাব রয়েছে। মাঝেরটি মিহরাবটি অন্যদুটির থেকে অপেক্ষাকৃত বড়। name="বাংলাপিডিয়া" মসজিদের অভ্যন্তরীণ দুটি কক্ষ আছে যা বহুখাঁজবিশিষ্ট আড়াআড়ি খিলান দ্বারা তিন ভাগে বিভক্ত। ছাদের উপর তিনটি কন্দাকৃতির গম্বুজ আছে যা অষ্টকোণাকার। এগুলির শীর্ষ পদ্ম ও কলস চূড়া দ্বারা সজ্জিত

আরো দেখুন