Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ ফেব্রুয়ারি , ২০২৪ ০৫:৩৫ অপরাহ্ণ

Modem এর প্রকারভেদ (types of modem in Bengali)

Modem এর প্রকারভেদ (types of modem in Bengali)

বর্তমানে কম্পিউটারে বিভিন্ন ধরনের মডেম ব্যবহার করা হয়। তো চলুন আমরা জেনে নেই মডেম কয় প্রকার ও কি কি ?

১. Dial-up Modem (ডায়াল-আপ মডেম)

Dial-up Modem অ্যানালগ সংকেত এর মাধ্যমে ডাটা ট্রান্সফার করে। এই মডেমটি analog সংকেত ব্যবহার করে ISP সাথে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়।

২. Cable Modem (ক্যাবল মডেম)

ক্যাবল মডেম হলো এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যেটির মধ্যে coaxial ক্যাবল থাকে । একটি একদম মডেমের শেষ প্রান্তে থাকে। এটি কম্পিউটার ডিভাইস কে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) এর সাথে সংযুক্ত করে।

৩. Internal Modem (ইন্টারনাল মডেম)

Internal Modem হল কম্পিউটারে ভিতরে ইন্সটল করা একটি ডিভাইস। যা কম্পিউটার ও নেটওয়ার্ক এর মধ্যে যোগাযোগ স্থাপন করে। ইন্টারনাল মডেম এর মানে হচ্ছে আভ্যন্তরীণ মডেম একটি কম্পিউটারের মাদারবোর্ড এ থাকে।

৪. External Modem (এক্সটার্নাল মডেম)

External Modem মানে বাহ্যিক মডেম। এ মডেমটি ক্যাবলের মাধ্যমে কমপিউটারের সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকে । ইন্টারনাল মডেমের ঠিক বিপরীত  হচ্ছে এক্সটার্নাল মডেম।

আরো দেখুন