Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ ফেব্রুয়ারি , ২০২৪ ০৫:৪৪ অপরাহ্ণ

নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস

নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস

রিপিটার(Repeater): আমরা জানি কোন সিগন্যাল ট্রান্সমিশন এর সময় বিভিন্ন কারণে এই সিগন্যাল আস্তে আস্থে দূর্বল হতে থাকে । নির্দিষ্ট একটি দূরত্ব আতিক্রম কারা পর এক সময় এর অস্থিত্ত্বই লোপ পায় ।  সিগন্যাল এর এই অস্তিত্ত্ব লোপ পাওয়ার পূর্বেই সিগন্যালকে পুনরায় বর্ধিত করা প্রয়োজন । সিগন্যালকে বর্ধিত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় সেটিই হল রিপিটার । প্রতিটি সিগন্যালে এর একটি নির্দিষ্ট রেঞ্জ থাকে এরপর থেকে সিগন্যালটি আস্তে আস্তে দূর্বল হতে থাকে । এই নির্দিষ্ট রেঞ্জ পর পর একটি করে রিপিটার ব্যবহার করা হয় । যাতে করে সিগন্যালের কোন ক্ষতি না হয় । এটি OSI Model এর ডাটালিঙ্ক লেয়ারে কাজ করে।

হাব(Hub): হাব হল একাধিক পোর্ট বিশিষ্ট একটি রিপিটার । এটি OSI Model এর ডাটালিঙ্ক লেয়ারে কাজ করে । এর কোন টেবিল নেই । অর্থাৎ হাব কোন ডিভাইস এর কোন অ্যাড্রেস সংরক্ষন করে রাখে না । কোন ডিভাইস থেকে যখন কোন ডাটা হাব এর কাছে আসে , হাব তখন সেটার কোন কিছু না  দেখেই তার সকল পোর্ট দিয়ে সেই ডাটা ট্রন্সমিট করে দেয় ।  নেটওয়ার্ক অ্যাড্রেস বা ম্যক অ্যাড্রেস নিয়ে হাব এর কোন মাথা ব্যথা নেই ।

সুইচ(Switch): সুইচ আসলে একধিক পোর্টবিশিষ্ট একটি ব্রিজ। এটি OSI Model এর ডাটালিঙ্ক লেয়ারে কাজ করে । এটি সাধারণত লোকল এরিয়া নেটওয়ার্ক এর জন্য ব্যবহার করা হয় । সুইচ এ একটি ক্যাম টেবিল থাকে যেখানে তার সাথে যুক্ত সকল ডিভাইস এর MAC অ্যাড্রেস সংকক্ষন করে থাকে । সুইচে যখন কোন একটি ডাটা আসে অন্য কোন ডিভাইসে পেীছানোর জন্য । সুইচ তখন তার MAC Address দেখে , এই MAC Address  যেই পোর্ট এর সাথে যুক্ত সুইচ ডাটাকে সেই পোর্ট দিয়ে ট্রন্সমিট করে দেয় । অন্য কোন পোর্ট দিয়ে সেই ডাটা যেতে দেয় না ।


ব্রিজ (Bridge): ব্রিজ এমন একটি ডিভাইস যা দিয়ে দুটি নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করা যায় । এটি হাব এর মতই তবে হাব ও এর মঝে পার্থক্য হল এটি কাজ করে OSI মডেল এর ডটিালিঙ্ক লেয়ারে । ব্রিজ ডিভাইস এর ম্যক অ্যড্রেস নিয়ে কাজ করে  এবং ব্রিজ প্রতিটি ডিভাইস এর ম্যাক অ্যাড্রেস নিয়ে একটি ব্রিজিং টেবিল তৈরি করে । ব্রিজ ম্যাক অ্যাড্রস দেখে সিদ্ধান্ত নিতে পারে ডাটা পাকেটকে কোন নেটওয়ার্ক সেগমেন্ট এ পাঠাতে হবে ।


Bridge


আরো দেখুন