Loading..

উদ্ভাবনের গল্প

২৭ ফেব্রুয়ারি , ২০২৪ ০৮:১৪ অপরাহ্ণ

"Classroom Management"

আমার উদ্ভাবনী গল্পের শিরোনাম "Classroom Management"। এখানে আমি কাজ করেছি কয়েকটি Consequence নিয়ে। যার মধ্যে দুটি হচ্ছে Positive Consequence, একটি হচ্ছে Negative Consequence।


 Positive Consequence প্রথমটির নাম " Compliment"

দ্বিতীয়টি "Star Chart"।

আর Negative Consequence এর নাম " Daily Tracker"।


"Compliment"-এ শিক্ষার্থীদের বিদ্যালয়ের সামগ্রিক কাজের উপর ভিত্তি করে প্রশংসামূলক একটি চিঠি তাদের অভিভাবকদের নিকটা পাঠানো হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে পড়ালেখা এবং বিদ্যালয়ের অন্যান্য কাজে আগের চেয়ে অধিক মনোযোগী হয়েছে।


" Star Chart" শিক্ষার্থীদের প্রতিদিনের বাড়ির কাজগুলো দেখে তাদেরকে স্টার দেওয়া হয়। সর্বোচ্চ স্টার প্রাপ্ত শিক্ষার্থী এই স্টারগুলোর বিনিময়ে 'স্টার শপ' থেকে তার পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করে।


"Daily Tracker" শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা কোনো রুলস না মানলে এ ট্র্যাকারের মাধ্যমে তার ছোটোখাটো ভুলগুলোকে শুধরে দেওয়া হয়।


এই কাজগুলোর মাধ্যমে আমি বেশ ভালো সাড়া পেয়েছি। আমার শিক্ষার্থীরা এখন শ্রেণিকক্ষে পূর্বের চেয়ে অধিক মনোযোগী। আমি আমার এ কাজগুলো অব্যাহত রেখেছি।

ধন্যবাদ।


আরো দেখুন